টানা কয়েকদিন ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে পড়ে। এরপরই শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত।
আজিমপুর, নিউমার্কেট, কলাবাগান, আসাদগেট, মিরপুর ও ধানমন্ডিসহ নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। গরমে অতিষ্ঠ হয়ে পড়া নগরবাসীর কাছে এই বৃষ্টি যেন পরম আশীর্বাদ হয়ে আসে।
বাংলামোটরের এক চা দোকানি গণি মিয়া বলেন, ‘দুপুর থেকেই আকাশ কালো হয়ে আসে। পরে বৃষ্টি শুরু হলে দোকানে বসে একটু আরাম করতে পারলাম।’
কলাবাগানে অফিস থেকে বের হওয়া সালমা আক্তার বলেন, ‘বৃষ্টিতে ভিজে বাসায় ফিরলেও মনটাই ভাল হয়ে গেল। গরমে এতটা বিরক্ত লাগছিল, এখন মনে হচ্ছে আবার শহরে প্রাণ ফিরেছে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা কিছুটা কমবে, ফলে গরমের তীব্রতা থেকে স্বস্তি মিলবে।
এদিকে দেশের বিভিন্ন জেলায় এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।