চট্টগ্রামের আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে সড়ক বা ফুটপাত দখল করে কোনো হকার বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘অফিস সময়ে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসলে মানুষের ভোগান্তি বাড়ে।’
সোমবার দুপুরে আগ্রাবাদ হোটেল থেকে বাদামতলী মোড় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
মেয়র বলেন, ‘আগ্রাবাদ একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যিক এলাকা। প্রতিদিন এখানে দেশি-বিদেশি ব্যবসায়ী ও পর্যটক আসেন। এতে নগরীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’
সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হকাররা ভ্যানগাড়ি ও ছাতা ব্যবহার করে ব্যবসা করতে পারবেন। সড়ক বা ফুটপাত দখল করে দোকান চালানো যাবে না, জানান তিনি।
এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারা সকলকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।