‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

শেখ হাসিনার শাসনামলে তাকে ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা ছিল, যা পরে অন্য নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। উপদেষ্টা পরিষদ এ নির্দেশনা বাতিলের পাশাপাশি প্রটোকল নির্দেশনা ও সম্বোধন পদ্ধতি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনাটি বাতিল করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা যায়, প্রায় ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা একটি নির্দেশনা জারি করে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ সম্বোধন করতে বাধ্য করেন। এই অস্বাভাবিক প্রথাটি অন্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও বিস্তৃত হয়, যাদের এখনও ‘স্যার’ বলা হচ্ছে, যা স্পষ্টতই অস্বাভাবিক বলে মনে করছেন অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টারা।

মন্ত্রিসভা কর্তৃক জারিকৃত অন্যান্য বিশদ প্রটোকল নির্দেশনার পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার আলোচনা করেছে।

এজন্য প্রটোকল নির্দেশনা ও সম্বোধন পদ্ধতি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন -জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় উল্লেখ করা হয়, এই কমিটি এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব প্রদান করবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *