স্থপতি মেরিনা তাবাশ্যুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

টাইমস রিপোর্ট
1 Min Read
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা স্থপতি মেরিনা তাবাশ্যুমকে অভিনন্দন জানান। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দ্বিতীয়বার আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় স্থপতি মেরিনা তাবাশ্যুমকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস ইউং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জলবায়ু সহিষ্ণু, সাশ্রয়ী এবং বহনযোগ্য বাসস্থান ‘ক্ষুদে বাড়ি’ স্থাপত্যশৈলীর জন্য মেরিনা তাবাশ্যুম পেতে যাচ্ছেন ওই পুরস্কার।

তাকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনার কাজ শুধু নান্দনিক নয়, বরং মানবিক দৃষ্টিভঙ্গি ও সহানুভূতির প্রতিফলন।

ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা স্থপতি মেরিনা তাবাশ্যুমকে এসব কথা বলেন। এ সময় সেখানে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন।

মেরিনা তাবাশ্যুম ২০১৬ সালে ঢাকার বায়তুর রউফ মসজিদের নকশা নির্মাণে প্রথমবার আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আপনার প্রথম পুরস্কার বাংলাদেশের একটি বিশ্বমানের কণ্ঠস্বরকে তুলে ধরেছিল, আর এই নতুন অর্জন সেই উত্তরাধিকারকে আরও শক্তিশালী করেছে।’

মেরিনা তাবাশ্যুম বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি এবং জুলাই স্মৃতি জাদুঘরের প্রধান পরামর্শক।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *