সৌদির মেগা প্রকল্পে আরও কর্মী নিয়োগের আহ্বান উপদেষ্টার

টাইমস রিপোর্ট
2 Min Read
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে বৈঠকে ড. আসিফ নজরুল। ছবি: পিআইডি
Highlights
  • নারী গৃহকর্মীদের জন্য অত্যাধুনিক গৃহসরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ ও আরবি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। উপদেষ্টা জানান, সৌদি ভিসা পাওয়ার আগে এক মাস ও পরে দুই সপ্তাহ মেয়াদি প্রশিক্ষণ শেষ করেই কর্মীরা গন্তব্যে যাবেন।

সৌদি আরবে আগামী বিশ্ব এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪ আয়োজন উপলক্ষে গৃহীত মেগা প্রকল্পগুলোতে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে চায় বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সৌদি আরবকে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় প্রশিক্ষিত কর্মী নেওয়ার আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের উপদেষ্টা আসিফ নজরুল।

রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে বৈঠকে নজরুল এ আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ‘সৌদিতে নিয়োগের আগে নিয়োগকর্তার সক্ষমতা যাচাই, অনলাইনে চুক্তি স্বাক্ষর এবং সৌদি শ্রম সংস্কৃতি বিষয়ে পূর্বপ্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন।’

তিনি সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং চাইলে কিছু কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের জন্য সংরক্ষিত রাখা যেতে পারে বলেও অবহিত করেন। বাংলাদেশি প্রশিক্ষকদের সৌদি আরবে গিয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার প্রস্তাবও দেন উপদেষ্টা।

নারী গৃহকর্মীদের জন্য অত্যাধুনিক গৃহসরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ ও আরবি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। উপদেষ্টা জানান, সৌদি ভিসা পাওয়ার আগে এক মাস ও পরে দুই সপ্তাহ মেয়াদি প্রশিক্ষণ শেষ করেই কর্মীরা গন্তব্যে যাবেন।

তিনি জানান, অনিয়মিত কর্মীদের সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে একটি ওয়ার্কিং টিম গঠিত হয়েছে। পাশাপাশি সৌদিতে অবৈধ শ্রমিক পরিস্থিতি ও নিয়োগ অনিয়ম দূর করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স কাজ করছে।

সম্মেলনের প্যানেল আলোচনায় আসিফ নজরুল বলেন, উন্নয়নশীল দেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা আইন প্রয়োগে বাধা সৃষ্টি করে প্রভাবশালী মহলের অনীহা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা। তিনি অভিবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় আইএলওসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

জর্ডান ও ওআইসি লেবার সেন্টারের উচ্চপর্যায়ের বৈঠকে তিনি নারী কর্মীর পাশাপাশি কৃষি ও নির্মাণখাতে পুরুষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং শ্রম সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রতিনিধিদলে ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *