সেন্টমার্টিন থেকে আবারও ১৮ জেলেকে অপহরণ

টাইমস ন্যাশনাল
1 Min Read
ফাইল ফটো

টেকনাফের সেন্টমার্টিন উপকূল থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আবারও বাংলাদেশি ১৮ জন জেলে অপহরণ করেছে।  সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন জানান, ঘটনার সময় তিনটি মাছ ধরার ট্রলারও নিয়ে যান তারা।

সোমবার সকালে বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যার পর টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম ও পূর্বদিকে সাগরের অংশ থেকে তাদের অপহরণ করা হয়। প্রত্যেক ট্রলারে ছয়জন করে জেলে ছিলেন।

ট্রলার তিনটির মালিক হলেন- সেন্টমার্টিনের গলাচিপা এলাকার আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীন।

আজিম উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় সেন্টমার্টিনে পশ্চিম ও পূর্ব সাগরে জেলেরা মাছ ধরছিলেন। ওই সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে ওই জেলেদের ধরে নিয়ে যান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, আগস্ট মাসে ৫৬ জন জেলেকে আরাকান আর্মি অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত ৭৪ জেলে অপহরণের শিকার হয়েছেন।  তাদের কাউকেই এখন পর্যন্ত ছাড়িয়ে আনা সম্ভব হয়নি।

মাছ ধরার ক্ষেত্রে জেলেদের সতর্ক হতে হবে বলেও জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *