সুব্রত বাইনসহ চার শীর্ষ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতিরঝিল দায়ের করা অস্ত্র আইনের নতুন মামলায় বুধবার বিকেলে তাদের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ।
সেনাবাহিনীর দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় গ্রেপ্তার হওয়া দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, ওরফে ফতেহ আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদসহ শ্যুটার আরাফাত ও শরীফের বিরুদ্ধে মঙ্গলবার অস্ত্র আইনে ওই নতুন মামলা হয়েছে।
রাতেই সেনা বাহিনী তাদের হাতিরঝিল থানায় সোপর্দ করে। তবে নিরাপত্তার জন্য তাদের রাখা হয় পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) হেফাজতে।
এর আগে, সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, মঙ্গলবার আনুমানিক ভোর ৫ টায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে ‘শীর্ষ তালিকাভূক্ত সন্ত্রাসী’ সুব্রত বাইন, ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেতে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৫ টি বিদেশী পিস্তল, ১০ টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড এ্যামোনিশন এবং ১ টি স্যাটেলাইট ফোন উদ্ধার করে সেনাবাহিনী।