ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সরিয়ে নেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বৃহস্পতিবার এক জরুরি ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দশম আসরের বাকি ম্যাচগুলোর নতুন তারিখ ও ভেন্যু শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।
রাওয়ালপিন্ডিতে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার একটি ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার পর পরিস্থিতির গুরুত্ব বাড়ে। এর পরপরই পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে অধিকাংশ খেলোয়াড়ই পাকিস্তান ছাড়তে অনুরোধ করেন, নিরাপত্তার স্বার্থে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই অনেক বিদেশি খেলোয়াড় আমিরাতে পৌঁছে গেছেন। পিসিবি এখন ভেন্যু ও অন্যান্য লজিস্টিক বিষয় চূড়ান্ত করার কাজ করছে, ফলে কয়েক দিনের বিরতি পড়তে পারে টুর্নামেন্টে।
মূলত, বাকি আট ম্যাচের মধ্যে চারটি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, একটি মুলতানে এবং শেষ তিনটি লাহোরে। করাচিকে ব্যাকআপ ভেন্যু হিসেবে ভাবা হলেও শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্টই দেশ ছেড়ে নেওয়ার সিদ্ধান্ত বড়সড় এক মোড়।
তবে ইউএইতে পিএসএল নতুন নয়। ২০১৬ সালে প্রথম আসর হয়েছিল এখানেই। এরপর কয়েক মৌসুমের বড় অংশ খেলানো হয় দুবাই-শারজাহ-আবুধাবিতে। এমনকি কোভিডের সময় ২০২১ সালের ষষ্ঠ আসরের বেশ কিছু ম্যাচও আয়োজিত হয় আমিরাতে।
এই সিদ্ধান্ত পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট সূচির ওপরও প্রভাব ফেলতে পারে। কারণ পিএসএল ফাইনালের মাত্র তিন দিন পর পাকিস্তানে আসার কথা বাংলাদেশের। ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পিসিবি জানিয়েছে, ওই সিরিজ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।