সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনেই পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করে সফরকারীরা।
জিম্বাবুইয়ান ওপেনার ব্রায়ান বেনেট ছিলেন দিনের সেরা পারফর্মার। মাত্র ৩৭ বলে ৬টি চারের সাহায্যে ৪০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। সঙ্গী বেন কারান ১৭ রানে অপরাজিত থেকে স্বাগতিকদের হতাশা আরও বাড়ান।
বাংলাদেশের পেস আক্রমণ ছিল নিষ্প্রভ। প্রতিপক্ষ ব্যাটাররা ৪.৫ রেটে রান তুলতে থাকেন। ফলে আলো স্বল্পতায় আগেই খেলা বন্ধ ঘোষণা করতে হয়।
বাংলাদেশ শিবিরে বিপর্যয়ের শুরু আগেই। টস জিতে ব্যাটিংয়ে নেমে লাঞ্চ পর্যন্ত ৮৪-২ রানে ভাল অবস্থানে ছিল দলটি। কিন্তু দুপুরের সেশনে মাত্র ৭০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। চা-বিরতিতে পৌঁছায় ১৫৪-৭ স্কোরে। এরপর মাত্র ৩৭ রান যোগ করে অলআউট হয় তারা।
লাল-সবুজের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ৫৬ রান করেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৪০। তবে দু’জনেই সেট হওয়ার পর গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান। ফলে দুর্বল হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।
জিম্বাবুয়ের হয়ে ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি ৩টি করে উইকেট শিকার করেন। বাকি ৪ উইকেট ভাগ করে নেন ভিক্টর নিয়াউচি ও ওয়েসলি মাধেভেরে।
প্রথম দিনের পারফরম্যান্সে এগিয়ে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন মাঠে নামার আগে তারা মাত্র ১২৪ রানে পিছিয়ে, আর হাতে আছে সবকটি উইকেট। বাংলাদেশের জন্য সামনে কঠিন দিন।