নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে লিটন দাসকে প্রশ্ন করা হয়েছিল সিলেটের ফ্লাডলাইটের মান নিয়ে। উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘বেটার দ্যান মিরপুর।’ অবশ্য সিরিজের শেষ ম্যাচে সিলেটের ফ্লাডলাইটে যে বিভ্রাট দেখা দিল, সেটার প্রভাবে ম্যাচ বন্ধ রাখতে হলো সাত মিনিটের বেশি। ফ্লাডলাইটের আলো ফিরলেও বৃষ্টির বাগড়ায় তিন বলের বেশি খেলা হয়নি।
টেকনিক্যাল আর প্রাকৃতিক কারণে দুই দফায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত দারুণ ছন্দে ব্যাট করছিলেন লিটন। পাঁচ ছক্কা আর দুই চারে ১৬ বলে অপরাজিত ছিলেন ৪২ রানে। যদিও ব্যক্তিগত ৩৭ রানে শারিজ আহমেদের হাতে ক্যাচ দিয়েও জীবন পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।
পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমে লিটন আজ ইনিংস ওপেন করেছেন সাইফ হাসানের সাথে। যদিও দলীয় ৩৯ রানে সাইফ বোল্ড হয়েছেন কাইল ক্লেইনের বলে। তিনে নেমেছেন তাওহিদ হৃদয়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত খেলা হয়েছে ৪.১ ওভার। বাংলাদেশ সংগ্রহ ১ উইকেটে ৬০ রান।
ডাচদেওর শেষ ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। একাদশে ফিরেছেন শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। হোয়াইটওয়াশ ঠেকানোর মিশনে একটি পরিবর্তন এনেছে ডাচরা, ফিরেছেন বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গল।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং,অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যানে মিকেরেন, শরিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল।