সিলেটে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

টাইমস ন্যাশনাল
1 Min Read
ভাড়ী বৃষ্টিতে সিলেটে টিলা ধসে হতাহতের ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিতে টিলা ধসে শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

রোববার সকালে চারজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ। নিহতরা হলেন—রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।

স্থানীয়দের ভাষ্য, রিয়াজ উদ্দিনের বসতঘর একটি টিলার পাদদেশে অবস্থিত ছিল। গভীর রাতে টিলার মাটি ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় তারা চাপা পড়ে মারা যান। চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার প্রচেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে প্রশাসনের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, ‘স্থানীয় ইউপি মেম্বারের বাড়ির পাশের টিলা ধসে পড়ে ওই পরিবারটি চাপা পড়ে। আমরা উদ্ধারে চেষ্টা করেছিলাম, কিন্তু মাটি নরম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় কিছুই করা যায়নি।’

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *