সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. সারওয়ার আলম।
সোমবার তাকে সিলেটের ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরেক আদেশে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে পাথর লুটের ঘটনা নিয়ে চলমান আলোচনার মধ্যেই ডিসি পদে এই রদবদল হলো।
এর আগে রোববার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন, পাথর লুটের ঘটনায় প্রশাসনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে।
উপসচিব পদমর্যাদার কর্মকর্তা সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সারওয়ার আলম বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা। ২০০৮ সালের নভেম্বরে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি।
২০২২ সালের নভেম্বরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়নের আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেসময় তিন শতাধিক সফল অভিযান পরিচালনা করেন। বিশেষ করে ক্যাসিনোবিরোধী অভিযান, কোভিড মহামারীর মধ্যে ভুয়া করোনা টেস্ট শনাক্ত করা, হাজী সেলিমের বাড়িতে অভিযানসহ তার পরিচালিত বেশ কিছু অভিযান আলোচিত হয়।