সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

টাইমস রিপোর্ট
1 Min Read
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: টাইমস

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাব্বির হোসেন হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওয়াজ আলী, কুন্নু, হামিদ, আরশেদ আলী, আব্দুস সামাদ, ইদ্রিস আলী ও সেলিম রেজাসহ তারা প্রত্যেকে শাহজাদপুরের পোতাজিয়া গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার খান জানান, আদালত দীর্ঘ শুনানি শেষে ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া আরও ৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বাদী ওসমান গণীর সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধের জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে তার ছেলে ছাব্বির হোসেনকে গুরুতর জখম করা হয়। পরে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *