সিরাজগঞ্জে শিক্ষার্থীদের অবরোধে ১৬ জেলায় ট্রেন চলাচল বন্ধ

টাইমস রিপোর্ট
2 Min Read

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ ও  বিক্ষোভের কারণে উত্তরবঙ্গের ১৬টি জেলার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ চলছে।

বুধবার সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করে। তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও জেলার শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম বলেন, ‘রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ অবস্থান নিয়েছে।’

তিনি আরও জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৯টা ৩৯ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। এছাড়া চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস সকাল ১১টা ২৮ মিনিটে এবং ঢাকাগামী ননস্টপ কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর ১টা ৪৭ মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অবরোধের কারণে ট্রেনের সময়সূচি বিপর্যয় ঘটতে পারে ।

গত ২৬ জুলাই একই দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করেন ছাত্র-শিক্ষক-কর্মচারীরা। চলমান আন্দোলনে গত কয়েকদিনে  বগুড়া নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হচ্ছে।

গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন ও রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি হয়েছে। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *