সিনেমার নাম ‘পরীমণি’

টাইমস রিপোর্ট
1 Min Read
পরীমণি। ছবি: সংগৃহীত

সাধারণত কোনো শিল্পীর নামে যদি কোনো ছবি নির্মিত হয় সেক্ষেত্রে তিনি অভিনয় করেন। কিন্তু ‘পরীমণি’ শিরোনামের ছবিটি জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে নির্মিত হচ্ছে না। এমনকি তার জীবনের কাহিনিও না। এটি নির্মিত হচ্ছে কলকাতায়।

সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে’র পরিচালনায় নির্মিত এই ছবিটি মূলত একটি ভয়াবহ অতিপ্রাকৃতিক গল্পের আবহে সমাজের অন্তর্নিহিত কিছু বাস্তবতা তুলে ধরবে। সিনেমার কেন্দ্রে রয়েছে ‘পরী’ নামের এক কিশোরী। যার জীবন একদিকে যেমন সাধারণ অন্যদিকে তেমনি লুকিয়ে আছে এক জটিল অতীত। সেখানে জড়িয়ে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়বদ্ধতার নানা অধ্যায়।

পরিচালক সৌভিক দে বলেন, ‘প্রথমে ‘পরীমণি’ ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। কিন্তু ধীরে ধীরে কাজের সময় বুঝলাম, এটি শুধু ভয় নয় বরং সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নিচে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে, যা আমরা বুঝতেও পারি না। আমরা চাই, এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে।’

তনুশ্রী চক্রবর্তী সিনেমাটিতে ‘পরী’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী।

সিনেমার শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে গত মাসে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আসন্ন দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘পরীমণি’।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *