নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ নয় জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তাহেরা আক্তারের (৫০) মৃত্যু হয়।
এর আগে রোববার জাতীয় বার্ন ইনিস্টিটিউটে চার মাস বয়সী শিশু ইমাম উদ্দিন মারা যায়। তাহেরা আক্তার ইমাম উদ্দিনের নাতি।
ঢামেকের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ জানান, তাহেরার শরীরের প্রায় ৪১ শতাংশ দগ্ধ হয়। তার শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। আর শিশু ইমামের দেহের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়া এলাকার একটি টিনসেড বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন লাগে। এতে পাশাপাশি দু’টি ঘরের অন্তত নয় জন দগ্ধ হন। তারা সবাই একই পরিবারের সদস্য।
জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টির সার্জারি ইনস্টিটিউটে এখনও দগ্ধ সাতজন চিকিৎসাধীন। তারা হলেন- আসমা বেগম (৩৫), তার মেয়ে তৃষা (১৭), ছেলে আরাফাত (১৫); আসমার বোন সালমা বেগম (৩২), তার স্বামী হাসান (৪০), মেয়ে মুনতাহা (৮) ও জান্নাত (৪)।
হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে আসমার শরীরের ৪৮ শতাংশ, তৃষার ৫৩, আরাফাতের ১৫, সালমার ৪৮, হাসানের ৪৪, মুনতাহার ৩৭ ও জান্নাতের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।