মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হল।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়ায় মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে তারা সচিবালয়ে ঢুকে ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময়ই শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার।
২০২৪ সালের ১৪ অক্টোবর নিয়োগের সময়ে বলা হয়েছিলো তার নিয়োগের মেয়াদ হবে ২ বছর।
সিদ্দিক জোবায়েরকে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার। তবে শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার বিকালে তাকে সচিবের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে বলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে জানিয়েছিলেন।
এরপর বুধবার দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের জানান, সরকারের ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত এই বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়নি।