সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাই, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

টাইমস রিপোর্ট
2 Min Read
রাজধানীর শেরেবাংলা নগরে সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাই চক্রের চারজন গ্রেপ্তার। ছবি: ডিএমপি

সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের অভিযুক্ত মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, মো. নজরুল ইসলাম (৪৭), মো. মিজানুর রহমান (৪৫) ও মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)।

ডিএমপি’র ডিবি-তেজগাঁও বিভাগ জানায়, গত ১৬ আগস্ট রাত সাড়ে ৭টায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই অভিযোগে বলা হয়, রাজশাহী থেকে ঢাকার টেকনিক্যাল বাসস্ট্যান্ডে নেমে ভুক্তভোগী ব্যক্তি সিএনজিতে চড়েন। আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে পৌঁছানোর পর চালক ইঞ্জিন বন্ধ করে জানান- সিএনজি নষ্ট হয়ে গেছে। এ সময় আগে থেকেই কাছাকাছি ওঁতপেতে থাকা তিনজন ছিনতাইকারী সিএনজি চালকের সহযোগিতায় ওই যাত্রীর গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল ফোন এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করে।

পরে ছিনতাইকারীরা তাকে আগারগাঁও এলাকার একটি ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

ওই অভিযোগকে গুরত্বের সঙ্গে বিবেচনা করে ছায়া তদন্ত শুরু করে তেজগাঁও জোনের গোয়েন্দা বিভাগে (ডিবি)। তদন্তে ওঠে ওই সংঘবদ্ধ চক্রটির একাধিক অপরাধে জড়িত থাকার তথ্য ওঠে আসে। ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি এবং চালককে শনাক্ত করে।

এরপর বৃহস্পতিবার ভোরে গাবতলীর টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে সিএনজি চালক মো. জাকির হোসেনকে গাড়িসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ডিবি-তেজগাঁও জানতে পারে, চক্রের বাকি সদস্যরা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা এলাকায় ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছে।

পরে পুলিশের বিশেষ একটি দল যাত্রীবেশে ওই সিএনজিতে উঠে কৌশলে বাকি তিন সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছিনতাইকৃত দুইটি মোবাইল ফোন এবং একটি সিএনজি জব্দ করে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *