মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হাজী মহর উদ্দিন (৭০) নামে এক গৃহকর্তাকে খুন করে তার গোয়ালঘর থেকে চারটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাজী মহর উদ্দিন ওই গ্রামের মৃত সফিজ উদ্দিনের ছেলে। তিনি চার সন্তানের জনক।
নিহতের ছোট ভাই শাহজাহান ও স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তরা বাড়িতে হানা দেয়। তারা প্রথমে গোয়ালঘর থেকে তিনটি গরু বের করে বাড়ির সামনের একটি পিকআপ ভ্যানে তোলে। চতুর্থ গরুটি নিতে গেলে গৃহকর্তা টের পেয়ে বাধা দেন। এ সময় দুর্বৃত্তরা তাকে মারধর করে পালিয়ে যায়।
আহত অবস্থায় প্রথমে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, গৃহকর্তার বাড়ির উল্টো দিকে ইসলামনগর এভার লাইট ব্যাটারি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডদের বারবার ডাকলেও তারা সাহায্যে এগিয়ে আসেননি। ঘটনার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার দুপুরে ওই ফ্যাক্টরিতে ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের দাবি, ফ্যাক্টরির কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
তবে ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী আজিজুল হক দাবি করেন, ‘ঘটনার পর আমাদের জানানো হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না থাকায় রাতে বের হওয়া সম্ভব হয়নি।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।