সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের ৯৪টি কোম্পানিতে থাকা শেয়ার ও ১০৭টি বিও হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শেয়ারগুলো সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে রয়েছে। বিও হিসাবগুলোর মধ্যে ২৮টি সালমান এফ রহমানের কোম্পানির মালিকানাধীন এবং ৭৯ টি সালমান এফ রহমানের ব্যক্তি মালিকানাধীন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সংস্থাটির উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এসব হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ রয়েছে। তারা অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী ও অন্যান্যদের নামে কোম্পানিসমূহের শেয়ার ও বিও হিসাবসমূহের তথ্য পাওয়া যায়।
দুদক জানায়, তারা এসব কোম্পানির শেয়ার ও বিও হিসাবসমূহ হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করার চেষ্টা করছেন। তাই, সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তাদের শেয়ার এবং বিও হিসাব ফ্রিজ করা আবশ্যক।
গতবছর ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
ইতিপূর্বে আদালত তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন।