সাবের চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

টাইমস রিপোর্ট
1 Min Read
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে তার স্ত্রী রেহানা চৌধুরী, ছেলে হামদান হোসেন ও আরাজ আলম, মেয়ে রাইমা চৌধুরী ও আলিশা বাবর চৌধুরীর নামও।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনে রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের ৫ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়েছে, ‘সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালে জানা যায়, সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।’

‘অভিযোগ সংশ্লিষ্ট সাবের হোসেন চৌধুরী এবং তার পরিবারবর্গ দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। এছাড়া তার স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *