সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
1 Min Read
সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ডিবির যুগ্ম-কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ঢাকায় মনিপুরী পাড়ার একটি বাসা থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি। তিনি ‘জুলাই আন্দোলনে’ সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলার আসামি।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, রাতের দিকে মনিপুরী পাড়ায় অভিযান চালিয়ে সাবেক এই এমপিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *