সাবিনা ইয়াসমিনকে নিয়ে শাইখ সিরাজের তথ্যচিত্র

টাইমস রিপোর্ট
2 Min Read
তথ্যচিত্রের একটি দৃশ্যে সাবিনা ইয়াসমিন ও শাইখ সিরাজ। ছবি: সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন শাইখ সিরাজ। নাম রেখেছেন ‘জুঁই ফুল: সাবিনা ইয়াসমিন’। এতে সংগীতশিল্পীর দীর্ঘ ক্যারিয়ার এবং শিল্পীজীবনের নানা দিক ফুটে উঠেছে। শিল্পী পরিচয় ছাড়াও তার সংগ্রাম, সাফল্য ও বাংলাদেশি চলচ্চিত্রের সংগীত সর্বৈব জনপ্রিয় করে তুলতে তার অবদানকে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

দীর্ঘ সাক্ষাৎকার, ঐতিহাসিক ছবি-ভিডিও, গানের পরিবেশনা এবং শিল্পীর ব্যক্তিগত স্মৃতিচারণার মাধ্যমে এগিয়েছে প্রামাণ্যচিত্রটি।

তিন ধাপে সাক্ষাৎকার নিয়েছেন শাইখ সিরাজ-সাবিনা ইয়াসমিনের বাসায়, রিসোর্টে এবং চ্যানেল আইয়ের স্টুডিওতে। সমান্তরাল সম্পাদনায় তিনটি লোকেশনেই ধরা পড়েছে সাবিনা ইয়াসমিনের শিল্পীজীবনের গল্প, হাসি, আবেগ আর অজানা অনেক অধ্যায়। দিলশাদ নাহার কনা, সানিয়া সুলতানা লিজা, সোমনুর মনির কোনাল, ইমরান মাহমুদুল, ঝিলিক, রাকিবা ঐশী ও আতিয়া আনিসা-নতুন প্রজন্মের এই সাত শিল্পী পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিনের সাড়ে ১৫ হাজার গানের ভাণ্ডার থেকে বাছাই করা ১২টি প্রিয় গান। প্রতিটি গানের সঙ্গে জড়িয়ে থাকা মজার ও আবেগঘন প্রেক্ষাপট তুলে ধরেছেন সাবিনা ইয়াসমিন।

নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে এই কিংবদন্তি ভাগ করে নিয়েছেন সে সময়ের স্মৃতি, সাফল্য ও সংগ্রামের অভিজ্ঞতা। উঠে এসেছে বহু অজানা তথ্য-প্রথম গান গেয়ে কত পারিশ্রমিক পেয়েছিলেন, কিভাবে মাত্র ১২ বছর বয়সে আলতাফ মাহমুদের হাত ধরে চলচ্চিত্রে গাওয়ার সুযোগ পেলেন কিংবা দিলশাদ ইয়াসমিন থেকে কিভাবে সাবিনা ইয়াসমিন হয়ে উঠলেন বাংলার প্রিয়তম কণ্ঠস্বর। ১২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে ‘জুঁই ফুল : সাবিনা ইয়াসমিন’ প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে চ্যানেল আইতে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *