সাদাপাথর লুট: অপরাধীরা এখনো অধরা, বাড়ল তদন্তের সময়

টাইমস রিপোর্ট
2 Min Read
সিলেটের ভোলাগঞ্জে নির্বিচারে লুট হয়েছে সাদা পাথর। ছবি: সরকার মাজহারুল মান্নান/টাইমস

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরের পাথর লুটের ঘটনায় এখনো প্রধান হোতারা কেউই ধরা পড়েনি।

এদিকে, এ ঘটনায় গঠিত সরকারের তদন্ত কমিটির মেয়াদ আরও তিনদিন বেড়েছে। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময় বেড়ে তা বুধবার করা হয়েছে। ছয়দিন আগে গঠিত হয় জেলা প্রশাসনের এ তদন্ত কমিটি।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, তদন্ত কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ জানান, প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনদিন বাড়ানো হয়েছে। বুধবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।

সিলেটের ভোলাগঞ্জে নির্বিচারে লুট হয়েছে সাদা পাথর। ছবি: সরকার মাজহারুল মান্নান/টাইমস

সম্প্রতি সিলেটের সাদাপাথর ও জাফলং পর্যটনকেন্দ্রের লাখ লাখ ঘনফুট পাথর লুটের ঘটনায় সারাদেশে সৃষ্টি হয় আলোড়ন।  এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন এবং উচ্চ আদালতে রিট হয়।

একই সঙ্গে আদালত লুট করা পাথর উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপনেরও নির্দেশ দেয়। পরে সিলেটসহ সারাদেশে শুরু হয় সাঁড়াশি অভিযান। উদ্ধার করা হয় অন্তত চার লাখেরও বেশি ঘনফুট পাথর। এ ঘটনায় মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয় তদন্ত কমিটি।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ নেতৃত্ব দিচ্ছেন তিন সদস্যের এ তদন্ত কমিটির। এর অপর দুই সদস্য হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও আজিজুন্নাহার ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক আফজালুল ইসলাম।

আফজালুল ইসলাম বলেন, ‘রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে, আমাদের আরও কয়েকদিন সময় প্রয়োজন। তাই তিনদিন সময় বাড়ানো হয়েছে। বুধবার আমরা প্রতিবেদন জমা দেব।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *