সাদাপাথরে লুট: কোম্পানীগঞ্জের সেই ওসিকে প্রত্যাহার

টাইমস ন্যাশনাল
2 Min Read
ছবি: সংগৃহীত

সিলেটে সাদাপাথরে পাথর লুটপাটের ঘটনায় আলোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার জায়গায় পরিদর্শক রতন শেখকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

ওসি রতন শেখ ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে, ১৩ আগস্ট দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাতের নেতৃত্বে একটি দল সাদাপাথর পরিদর্শন করেন। এরপর ১৬ আগস্ট তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওসিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন নিয়ে সাদা পাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।

অবৈধভাবে উত্তোলন করা পাথর প্রতি ট্রাকে প্রায় ৫০০ ঘনফুট করে লোড করা হয়। পরিবহন ভাড়া ছাড়া প্রতি ট্রাকের পাথরের দাম ধরা হয় ৯১ হাজার টাকা। এর মধ্যে প্রতি ট্রাক থেকে ১০ হাজার টাকা পুলিশ ও প্রশাসনের জন্য আলাদা করা হয়। বাকি ৮১ হাজার টাকা পাথর উত্তোলনকারীরা নিজেদের মাঝে বণ্টন করে নেন। এ ছাড়া প্রতি ট্রাক থেকে ১০ হাজার টাকার মধ্যে পুলিশের জন্য পাঁচ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের জন্য পাঁচ হাজার টাকা বণ্টন করা হতো। পাথর উত্তোলন কাজে ব্যবহৃত প্রতিটি বারকি নৌকা থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *