মেঘের রাজ্য হিসেবে পরিচিত পর্যটন কেন্দ্র সাজেকে নতুন করে ৭২টি রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট নির্মাণ ও পরিচালনার অনুমোদন দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এর মধ্যে নতুন প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি গত ফেব্রুয়ারির আগুনে পুড়ে যাওয়া রিসোর্ট-কটেজ নতুন করে নির্মাণের অনুমোদনের বিষয়টিও রয়েছে।
সোমবার দুপুরে জেলা পরিষদের হল রুমে প্রত্যাশী প্রতিনিধিদের উপস্থিতিতে এই অনুমোদন দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সাজেক রিসোর্ট-কটেজ মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাজেকে রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট নির্মাণ ও পরিচালনার জন্য ২০০০ সালে শতাধিক আবেদন জমা দেওয়া হয়। যার মধ্যে অনেকগুলোই এতদিন অনুমতি পায়নি।
অন্যদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এক অগ্নিকান্ডে সাজেকের শতাধিক রিসোর্ট,কটেজ, রেস্টুরেন্ট ও বাড়ি আগুনে পুড়ে যায়। পরে সেগুলো নতুন করে নির্মাণের জন্য অনুমতির চেয়ে আবেদন করা হয়।
সাজেকের জুম্মবী রেস্টুরেন্টের মালিক সুমেধ চাকমা বলেন, ‘জুম্ববী রেস্টুরেন্টটি বর্তমান জায়গা থেকে আরেকটি জায়গাতে স্থানান্তর করার জন্য আবেদন দিয়েছিলাম। আবেদনের ভিত্তিতে অনুমোদন পেয়েছি।’
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘নতুন-পুরাতন মিলে অনেক রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট নির্মাণ ও পরিচালনার জন্য সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ৭২টি রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট নির্মাণ ও পরিচালনার জন্য অনুমোদন দিয়েছেন।’
নতুন করে রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট নির্মাণ হলে পর্যটকের সংখ্যা বাড়বে এবং ব্যবসা গতি পাবে বলে মনে করেন এই ব্যবসায়ী।
জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জানান, শৃঙ্খলা বজায় রাখতে সাজেক পর্যটনে কেউ যেন যেখানে সেখানে রিসোর্ট-কটেজ ও রেস্টুরেন্ট তৈরি করতে না পারে সেজন্য প্রবিধান করা হয়েছিল। অনেক আগেই সমিতির পক্ষ থেকে আবেদন জমা ছিল। সেসব আবেদন যাচাই বাছাই করেই এই ৭২ টি রিসোর্ট নির্মাণ ও পরিচালনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।