সাগর-রুনি হত্যা মামলা: ১১৭ বার পেছাল তদন্ত প্রতিবেদন

টাইমস রিপোর্ট
2 Min Read
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ফাইল ছবি, সংগৃহীত
Highlights
  • সাগর-রুনি হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদঘাটনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য আবারও সময় বাড়ানো হয়েছে। এবার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আগামী ২১ মে পর্যন্ত সময় পেয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন। এ দিনই প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু পিবিআই প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন দিন নির্ধারণ করে।

শেরেবাংলা নগর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল জানান, এ নিয়ে ১১৭ বার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার শুরুতে তদন্তের দায়িত্ব নেয় প্রথমে থানা পুলিশ, পরে গোয়েন্দা পুলিশ (ডিবি), এরপর র‌্যাব এবং সবশেষে ২০২৩ সালে হাইকোর্টের নির্দেশে পিবিআই। সে সময় আদালত একইসঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়।

মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে দু’জন জামিনে মুক্ত।

সাগর-রুনি হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদঘাটনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। র‌্যাব বিভিন্ন আলামত যুক্তরাষ্ট্রে পরীক্ষার জন্য পাঠালেও এখনও সে সব পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়নি।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *