সম্পূরক তালিকায় ভোটার সংখ্যা সাড়ে ১২ কোটি

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রতীকী ছবি

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার সংখ্যা ১ হাজার ২৩০ জন।

নির্বাচন কমিশন (ইসি) রোববার ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের মাধ্যমে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি এবং মৃত বা অযোগ্য ভোটারদের বাদ দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।‘

নতুন ভোটারদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন তালিকাভুক্ত হয়েছেন, যার মধ্যে ৯৪ হাজার ১৯২ জন পুরুষ, ৪৩ হাজার ৪৪৪ জন নারী এবং ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার।

এ ছাড়া, ১ হাজার ৩৮ জন ভোটারকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ৬৫৩ জন পুরুষ এবং ৩৮৫ জন নারী।

ইসি সচিব বলেন, ‘চলতি বছরের ২ মার্চ দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, এবং ৩০ জুন পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারদের সম্পূরক খসড়া তালিকা ১০ আগস্ট প্রকাশ করা হয়েছিল। এ সময় মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার তালিকাভুক্ত হয়েছেন, যাদের মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন পুরুষ, ২৭ লাখ ৭৬২ জন নারী এবং ২৫১ জন হিজড়া ভোটার।’

তিনি আরও জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নিয়ে একটি নতুন তালিকা প্রকাশ করা হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *