সাগর উত্তাল থাকায় চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুন্নী রানী দাস জানান, মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর মধ্যে দুইদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাকি দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন, চট্টগ্রামে আরও কয়েকদিন থেমে থেমে বৃষ্টি পড়বে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।
মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। এ কারণেই চট্টগ্রামে বেড়েছে বৃষ্টি। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।