সমাজের সবচেয়ে দুর্বল জনগণের সেবা নিশ্চিত করতে পুরনো পদ্ধতিগুলোকে সংস্কার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘সমাজের সবচেয়ে দুর্বল জনগণের সেবা নিশ্চিত করতে পুরনো পদ্ধতিগুলোকে দ্রুত সংস্কার করা, ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধি করা এবং প্রবীণ নাগরিক ও মেয়েদের জন্য সেবা প্রাধান্য দেওয়া অত্যন্ত জরুরি।’
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায সামাজিক সেবা বিভাগের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। প্রবীণ নাগরিক ভাতা সংক্রান্ত প্রতারণা, পুরনো প্রশাসনিক মডেল ও সেবায় সীমিত প্রবেশাধিকার নিয়েও আলোচনা করা হয়।
এই মন্ত্রণালয় এখনো ২০১৩ সালের পুরনো মডেলের ওপর কাজ করছে। এটি অবিলম্বে সংস্কার করা দরকার, যোগ করেন মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘এখানে অনেক ভুল তথ্য রয়েছে, এবং মানুষ উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়ে পড়ছে। সঠিক তালিকা তৈরি করা এবং বাস্তব সমাধান বের করা অপরিহার্য হয়ে পড়েছে।’
প্রধান উপদেষ্টা অতীতে ব্যবস্থার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সুবিধার বণ্টন অস্বচ্ছ হয়েছে। অনেক ব্যক্তিই রাজনৈতিক প্রভাবের কারণে অবৈধভাবে ভাতা পেয়েছেন। এই ধরনের পক্ষপাতিত্ব আর চলতে দেয়া যাবে না।’
প্রবীণ নাগরিক ভাতা সংক্রান্ত প্রতারণা মোকাবেলা করতে, ইউনুস এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সিস্টেমের ডেটার সঙ্গে ভাতা বিতরণ মেলানোর পরামর্শ দেন। ‘ভাতা এনআইডির ওপর নির্ভর করে দেয়া উচিত–এটাই একমাত্র উপায় প্রতারণা ঠেকানোর,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘নারীদের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো দক্ষতা উন্নয়ন কর্মসূচি থাকে, মেয়েদের অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। আমাদের তাদের ওপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে।’
প্রধান উপদেষ্টা ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়েও গুরুত্বারোপ করেন, যাতে সেবাগুলো আরও সহজলভ্য এবং স্বচ্ছ হয়। ‘এই মন্ত্রণালয় একটি মোবাইল অ্যাপ তৈরি করতে পারে, যেখানে সকল সেবা ও তথ্য এক জায়গায় থাকবে। মানুষের জন্য যাতে কোনোরকম কষ্ট না হয় তাদের প্রাপ্য সেবা জানার জন্য।’
বৈঠকে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।