আবারো সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র আশেপাশে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করল পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
এর আগে গত বছর ২৬ আগস্ট ও এ বছর ১৩ মার্চ পুলিশের পক্ষ থেকে দুই দফায় একই রকম নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে ওই নিষেধাজ্ঞার উপেক্ষা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনার’ সামনে শুক্রবার গভীর রাতে ও পরদিন সকালে টানা সমাবেশ করে।
শনিবার জারি করা ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জন-শৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।’