জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাসহ বিরোধী দলের মতামত ছাড়া সংবিধানের সংশোধন চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ডা. তাহের বলেন, ‘একটি মাত্র দল বা সরকারের একক সিদ্ধান্তে সংবিধান সংশোধনের বিপক্ষে জামায়াত। সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ মেজরিটি থাকতে হবে। এছাড়া বিরোধী দলেরও মতামত নিতে হবে।’
‘মৌলিক বিষয়ে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট হতে হবে এবং এটি যেন রাষ্ট্রের জন্য হয়।’
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ১৪তম দিনের সংলাপ হয়।
সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন জামায়াতের নায়েবে আমির।
তিনি বলেন, ‘কিছু সংখ্যক দল ছাড়া আমরা বেশিরভাগই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত। তবে এক্ষেত্রে পিআর পদ্ধতির ব্যাপারে জোর দেওয়া হয়েছে।’
‘সংসদে নারী আসন ১০০ করার পক্ষেও মত দিয়েছে জামায়াত। তবে সেখানেও সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে।’