নব্বই দশকের সংগীতের গল্প নিয়ে টিভি পর্দায় আসছেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল-এর ভোকালিস্ট লিংকন। মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের অনুষ্ঠানটি প্রচারিত হবে শনিবার (২০ সেপ্টেম্বর)।
আর্টসেল ব্যান্ডের যাত্রা নব্বই দশকের শেষ দিকে। সংগীতের সোনালী অধ্যায় হিসেবে ওই সময়টাকে হৃদয়ে ধারণ করেন বলে জানান লিংকন। তার মতে, ‘ব্যান্ড তো বটেই আমাদের পুরো মিউজিক ইন্ডাস্ট্রিই একটা দারুণ সময় পার করছিলো তখন।’
আমাদের অগ্রজদের হাত ধরে ব্যান্ড মিউজিকের যে উত্থান হয়েছিল সেই পথ ধরেই আমরা তৈরি হয়েছি। বলা চলে নাইনটিজই আমাদেরকে তৈরি করেছে। তাই আমরা নাইনটিজকে ভূলতে পারি না। মাছরাঙা টেলিভিশনের এ অনুষ্ঠানে সে সময়ের কথা বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
অনুষ্ঠানে নব্বইয়ের স্মৃতিচারণের পাশাপাশি আর্টসেলের শুরু, প্র্যাকটিস, লিরিক, রেকর্ডিং ও কনসার্টের নানারকম গল্প বলবেন লিংকন। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।