সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদে আসন নির্ধারণে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন বেমানান। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে কোনো সিদ্ধান্ত নিতে সরকারকে দুর্ভোগ পোহাতে হবে।’
তিনি বলেন, ‘অনেক ফেডারেল রাষ্ট্রে এ পদ্ধতির নির্বাচন আছে। কিন্তু বাংলাদেশ কোনো ফেডারেল রাষ্ট্র না, এটি রিপাবলিক রাষ্ট্র। বেশ কিছু রিপাবলিক রাষ্ট্রে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন থাকলেও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে এ পদ্ধতি একেবারেই বেমানান।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘সংসদে আইন পাস করতে গেলে কিংবা সংবিধান সংশোধন করতে গেলে দুই তৃতীয়াংশের ভোট দরকার হবে। এ পদ্ধতিতে ৫০ শতাংশ ভোট পাওয়াই কঠিন হয়ে দাঁড়াবে।’
রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটে ভোট পদ্ধতির সমর্থন জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘যেহেতু চারটি বিষয় বাদে (আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন, জাতীয় নিরাপত্তা) বাকি সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীন ভোটদানের সিদ্ধান্তে আমরা একমত হয়েছি, তাই গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় আমাদের কোনো আপত্তি নেই।’