শ্রদ্ধার পারিশ্রমিক মাথা ঘুরে যাওয়ার মত!

টাইমস রিপোর্ট
2 Min Read
শ্রদ্ধা কাপুর । ছবি: শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রাম

ভৌতিক-কমেডি চলচ্চিত্র ‘স্ত্রী টু’র অভাবনীয় সাফল্যের পর বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এখন ভারতের রুপালি জগতের সবচেয়ে চাহিদাসম্পন্ন একজন অভিনেত্রী। হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবির শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে একের পর এক প্রস্তাব কড়া নাড়ছে তার দুয়ারে। এরমধ্যে তিনি নারীকেন্দ্রিক একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলা চলে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো তার পারিশ্রমিক!

ভারতের বিনোদন ভিত্তিক নিউজপোর্টাল বলিউড হাঙ্গামা’কে একটি সূত্র নিশ্চিত করেছে, শ্রদ্ধা কাপুর থ্রিলার ধাঁচের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। অভিনেতা জিতেন্দ্রর মেয়ে একতা কাপুরের প্রযোজনায় এটি পরিচালনা করবেন রাহি অনিল বার্ভে। আগামী সেপ্টেম্বর মাসে এর শুটিং শুরু হবে। এখন চলছে প্রি-প্রোডাকশন পর্যায়ের কাজ।

শ্রদ্ধা কাপুর । ছবি: শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রাম

বলিউডের বাণিজ্য সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা নতুন ছবিটিতে অভিনয়ের জন্য একতা কাপুরের কাছ থেকে ১৭ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এটাই হতে যাচ্ছে তার পাওয়া সর্বোচ্চ পারিশ্রমিক। তাছাড়া এর মধ্য দিয়ে বলিউডে সবচেয়ে দামি নায়িকাদের তালিকায় নাম লেখালেন তিনি।

শ্রদ্ধা কাপুর । ছবি: শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রাম

শ্রদ্ধাকে ১৭ কোটি রুপির বিনিময়ে নিজের প্রযোজিত চলচ্চিত্রে চুক্তিবদ্ধ করতে পেরে খুশি একতা কাপুর। কারণ সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল হিন্দি ছবি ‘স্ত্রী টু’র নায়িকা বলে কথা! ‘স্ত্রী টু’ দারুণ ব্যবসা করার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে ফেলেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

শ্রদ্ধা কাপুর । ছবি: শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রাম

সূত্রটি আরো উল্লেখ করেছে, ১৭ কোটি রুপি পারিশ্রমিক নেওয়া ছাড়াও চুক্তিপত্রে ছবিটির লভ্যাংশ ভাগাভাগির শর্ত জুড়ে দিয়েছেন শ্রদ্ধা কাপুর। এটি মুক্তির পর রমরমিয়ে ব্যবসা করলে লাভের একটি নির্দিষ্ট অংশ পাবেন তিনি। এর ফলে আলিয়া ভাট ও কিয়ারা আদভানির চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা বনে যাচ্ছেন শ্রদ্ধা। তার ওপরে কেবল থাকছেন দীপিকা পাড়ুকোন।

২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তির পর ভারতসহ বিভিন্ন দেশে ‘স্ত্রী টু’র টিকিট বিক্রি থেকে এসেছে ৮৩৭ কোটি রুপির বেশি। এর বাজেট ছিল ১২০ কোটি রুপি। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী’র দ্বিতীয় কিস্তি। দুটিতেই বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রদ্ধা। দীনেশ বিজনের প্রযোজনায় দুটি ছবিই পরিচালনা করেছেন অমর কৌশিক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *