অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে এখলাছ আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির বিশেষ টিম রোববার টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এখলাছ আলী গাজীপুরের হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান টাইমস অব বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এখলাছ আলীর হেফাজত থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে, যার ভেতরে একাধিক শিশু পর্নোগ্রাফির ভিডিও পাওয়া গেছে। এখলাছ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সিআইডি কর্মকর্তারা জানান, ইন্টারপোলের ক্রাইম অ্যাগেনস্ট চিলড্রেন ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান। ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে সিআইডি বিষয়টি জানতে পারে। পরে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে এবং অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তার করে।