শিবচরে ৪৬ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকছে বাড়তি নিরাপত্তা

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: উইকিপিডিয়া

মাদারীপুরের শিবচরে ৪৬টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মণ্ডপে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।

বৃহস্পতিবার সকালে  শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হল রুমে দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ কথা জানানো হয়।

পূজা কমিটি জানায়, চলতি বছর পূজা উপলক্ষে মন্দিরে নিজস্ব পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কমিটি গঠন, সিসি ক্যামেরায় নজরদারি নিশ্চিত করা, নারী দর্শনার্থীদের জন্য নারী সেচ্ছাসেবক নিয়োজিত করা, আতশবাজি না ফোটানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। চলতি বছর শিবচরে ৪৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গত বছর ৪৫টি মণ্ডপে অনুষ্ঠিত ছিল।

আশা করা হচ্ছে, সকলের সহযোগিতায় এবার উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হবে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি আবু জাফর আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, হাজী শরিয়তউল্লাহ (র.) এর সপ্তম পুরুষ পীরজাদা হানজালা, সকল পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *