স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতা কর্মীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদরের বল্লী গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধর করে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ।
উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে রোববার সকালে এ ঘটনাটি ঘটে। নির্যাতিত স্কুল শিক্ষক শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ছাত্রদল নেতা কামরুজ্জামান সবুজসহ ১০-১২ জন লাঠিসোটা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তারা স্কুলের অফিস কক্ষে ঢুকে ওই শিক্ষকের উপর চড়াও হয়।

পরে তাকে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। সেখান থেকে তার সহকর্মী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন।
শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমাকে জনসম্মুখে টেনে নিয়ে ইউনিয়ন পরিষদে আটকে লাঠি ও রড দিয়ে মারধর করেছে তারা।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল জানান, স্কুলে এসে দেখেন নেতারা তার অফিস কক্ষে বসে আছেন। তাদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তারা শফিকুলকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেন এবং পরে তাকে বাইরে নিয়ে মারধর করেন।
তিনি অভিযোগ করে বলেন, ‘ঘটনাটি পরিকল্পিত ছিল। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পে খবর দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।