জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর শাহবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘রাত আটটার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে বৃহস্পতিবার রাতে শাহবাগ মোড়ে এনসিপির আয়োজনে জুলাই প্রদর্শনী চলছিল। তার পাশেই দুটি ককটেলের বিস্ফোরণ হয়। আগের রাতে বাংলামোটরে যখন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়ি থেমে ছিল, তখন সেখানে ককটেলের বিস্ফোরণ হয়।
বাংলামোটরে গত সপ্তাহে দু’দফায় এনসিপির অফিস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এনসিপির ৪ নেতাকর্মী আহত হন।