ঢালিউড মেগাস্টার শাকিব খান তার প্রতিটা ছবিতে আগের ছবিকে ছাড়িয়ে যেতে চাইছেন। বাজেট, অ্যারেঞ্জমেন্ট সবকিছুতেই তিনি চান তা যেন তার আগের ছবির চেয়ে ভালো হয়, আরও সুন্দরভাবে হয়। গত বছর তিনেক ধরেই তার মধ্যে এ প্রবণতা প্রবলভাবে দেখা যাচ্ছে। সে কারণেই তার কৌতূহলি ভক্তদের জানার ইচ্ছে ‘প্রিন্স’ কিংবা ‘সোলজার’-এর বাজেট কত?
বাজারে জোর গুঞ্জন রয়েছে, ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ ছবির বাজেট ২০ কোটি টাকা। এর কারণ হিসেবে বলা হচ্ছে শাকিব খানকে পারিশ্রমিক দিতে হচ্ছে ৩ কোটি টাকা। ছবিটিতে এমন একজন সিনেমাটোগ্রাফারকে নেওয়া হয়েছে, যিনি সাম্প্রতিক সময়ে বলিউডের একটি বিগ বাজেটে কাজ করেছেন। তাকেও পারিশ্রমিক দিতে হবে কোটি টাকার উপরে। এছাড়া ছবিতে তিন জন নায়িকা। তার প্রত্যেককেও বেশ ভালো অংকের টাকা পারিশ্রমিক দিতে হবে। ছবিটির প্রযোজক শিরিন সুলতানাকে বাজেটে ৫-৭ কোটি টাকা রাখতে হচ্ছে শুধু পারিশ্রমিক বাবদ। এছাড়া ছবিটির কোরিওগ্রাফি, সেটেও বেশ বড় অংকের বাজেট রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে ঢালিউডের যে কোনো ছবি থেকেই এর বাজেট বাড়তি হচ্ছে। বিশেষ করে তারা মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এর সাড়ে ১৬ কোটি বাজেটকে ছাড়িয়ে যেতে চান।
পরিচালক আবু হায়াত মাহমুদ অবশ্য বাজেটের বিষয়টিতে কারও সঙ্গে তুলনায় যেতে নারাজ। তিনি বলেন, ‘ওইভাবে তো আমরা ফিক্সড কোনো বাজেট করি নাই। আমরা চাচ্ছি ঠিকঠাকভাবে ছবিটি বানানোর জন্য যতটুকু বাজেট দরকার, ততটুকুই খরচ করতে। শুটিং করতে কিংবা ঠিক ব্যক্তিকে নেওয়ার জন্য যা খরচ করা দরকার—আমাদের প্রযোজক তাই করবেন। এতে কোনো ছবিকে ছাড়িয়ে যাবো কিংবা কারো চেয়ে কম-বেশি খরচ করবো, ব্যাপারটি এমন না। আমরা চাইছি লার্জার দ্যান স্কেলে একটা ভালো ছবি বানাতে।’
অন্যদিকে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এর বাজেট শোনা যাচ্ছে, ২৫ কোটি টাকা। ছবিটিতে শাকিব খান ছাড়াও চঞ্চল চৌধুরী, তৌকির আহমেদ অভিনয় করবেন। এতেও শাকিব খানসহ অন্য শিল্পীদের উচ্চ পারিশ্রমিক দেওয়া হচ্ছে। সিনেমাটোগ্রাফার, ফাইট ডিরেক্টর দেশের বাইরে থেকে আনা হচ্ছে। তাদের প্রত্যেকের পারিশ্রমিক কোটি টাকার কাছাকাছি। ছবিটিতে অনেকগুলো সেট নির্মাণ করা লাগবে। সেগুলোকে বাস্তবধর্মী করতে বড় অংকের বাজেট লাগবে। প্রযোজকের শঙ্কা রয়েছেন তারা যেভাবে পরিকল্পনা করছেন তাতে এ বাজেটে হয় কিনা।
‘সোলজার’ সংশ্লিষ্ট একজন অবশ্য বলছেন, বাজেট সম্পর্কে যে কথা বাজারে এসেছে তা ঠিক নয়। তবে ছবিতে অনেককিছুই করা হবে যা আগে দেশীয় ছবিতে করা হয়নি, যে কারণে খুব কম বাজেটেও ছবিটি করা যাবে না।
‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’-তে শাকিব খানকে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন। তার বিপরীতে তিন জন নায়িকা থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নাজিফা তুষি ও কলকাতার ইধিকা পালের কথা শোনা যাচ্ছে সম্ভাব্য তালিকায়।
ছবিঅন্যদিকে ‘সোলজার’-এ প্রথমে শোনা গিয়েছিলো শাকিব খানকে কক্সবাজারে নিহত মেজর সিনহার চরিত্রে দেখা যাবে। তবে পরবর্তীতে প্রযোজনা সংস্থা তা অস্বীকার করে। তারা জানায়, শাকিব একজন দেশ সেরা গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। এতে তার বিপরীতে থাকছেন তানজিন তিশা।