ঢাকার আশুলিয়া থানায় তরকারি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
একই সঙ্গে, শাকিল আনোয়ার নামে এক চাকরিজীবীকে হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এসব আদেশ দেয়।
এর আগে, পুলিশ আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে। পরে, শাওন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আনিসুল হকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন, আর শাকিল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ তাদের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেন।
ঢাকা জেলার কোর্ট পরিদর্শক হারুন অর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া এলাকায় ভ্যানগাড়ি নিয়ে তরকারি ব্যবসা করতেন। ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। আন্দোলনের সময় আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে আসামিদের ছোড়া গুলিতে শাওন নিহত হন। পরে তার বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অন্যদিকে, শাকিল আনোয়ার ২০২৪ সালের ৫ আগস্ট বাইপাইল ওভারব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে, আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যার ফলে শাকিল গুলিবিদ্ধ হন। তাকে শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় শাকিলের স্ত্রী শেখ হাসিনা ৮৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। পরদিন, নিউমার্কেট থানার হত্যা মামলায় আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন, আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।