শহীদ মিনারেই ‘নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি’ ঘোষণা দেবে এনসিপি

টাইমস রিপোর্ট
2 Min Read
২০২৪ সালের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল বিপুল জনসমাগম। ছবি : ভিডিও থেকে
Highlights
  • ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনার থেকে ‘এক দফা’ ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এবার সেখান থেকেই তিনি ‘নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি’ ঘোষণা করবেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণার বর্ষপূর্তিতে একই স্থান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হবে।

২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনার থেকে ‘এক দফা’ ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। এবার সেখান থেকেই তিনি ‘নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি’ ঘোষণা করবেন।

সেদিন বিকেলে সমবেত মানুষের উদ্দেশে নাহিদ বলেছিলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।’

এই ঘটনার পর দেশের রাজনৈতিক ইতিহাসে আমূল পরিবর্তন আসে। তীব্র গণআন্দোলনের মুখে ৫ আগস্ট দেশে ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত  শেখ হাসিনা। ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। যার প্রধান হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। যে ছাত্র নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের একটি অংশ মিলে গঠন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববারের সমাবেশে সারাদেশের এনসিপির নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

আখতার বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আগামীকালের নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণার সমাবেশে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হচ্ছে সকলের সঙ্গে।’

এর আগে সকালে দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতেও ৬৪ জেলার নেতাকর্মীদের উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়।

সেখানে বলা হয়,  ‘বিপুল আগ্রহ ও জনসমাগমের মধ্য দিয়ে এনসিপি তাদের মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি শেষ করেছে। গ্রাম থেকে শহর, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে গৃহিণী-সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলেছে এনসিপি নেতারা। এই কথাগুলো তুলে ধরতেই ৩ আগস্ট সমাবেশ আয়োজন করা হচ্ছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *