শনিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

টাইমস রিপোর্ট
2 Min Read
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার দুই দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩ থেকে ২৪ আগস্ট বাংলাদেশ সফর করবেন।

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এ বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পাকিস্তানি মন্ত্রীর সফরকে সামনে রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিটি বিষয়ই আলোচনার টেবিলে থাকবে। পাকিস্তানের প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা ও ক্ষতিপূরণের প্রসঙ্গও আলোচনায় আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে বাস্তবসম্মত অবস্থান নিয়েছে এবং এই সফরে সবকিছু আলোচনা সাপেক্ষেই হবে।’

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। পাশাপাশি যোগাযোগ বাড়ানো এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের উপায় নিয়েও আলোচনা হবে।

২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর সামনে রেখে গত ১৬ থেকে ১৭ এপ্রিল ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। সে সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।

এ বছরের ২৭ থেকে ২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। এখন নতুন করে আবার সফর সূচি চূড়ান্ত করা হলো।

২০১২ সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার। মূলত উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি।

এদিকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২০ আগস্ট থেকে চার দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *