ওয়ানডে আর টেস্টে দলের ‘গো টু ম্যান’ হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে মেহেদী হাসান মিরাজের জায়গাটা নড়বড়ে। চলতি বছর বাংলাদেশের খেলা ১২ টি-টোয়েন্টিতে মিরাজ ছিলেন মাত্র পাঁচটিতে। বিশেষত তার ব্যাটিংয়ের ধরনই প্রশ্ন তুলেছে টি-টোয়েন্টি দলে থাকা নিয়ে। শেষ পাঁচ ম্যাচে তার রান ৬৪, সর্বোচ্চ ২৯। সর্বশেষ পাকিস্তান সিরিজে খেললেও এশিয়া কাপের দলে তার জায়গা হয়নি।
তবে সংবাদ সম্মেলনে শনিবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, টি-টোয়েন্টির ভাবনাতে আপাতত না থাকলেও এই ফরম্যাটে মিরাজের ফিরে আসার সম্ভাবনা দেখছেন তিনি। লিপুর এই ভাবনার নেপথ্যে আছে মিরাজের বাকি দুই ফরম্যাটের ধারাবাহিক পারফরম্যান্স। টেস্ট আর ওয়ানডের অলরাউন্ডার র্যাংকিংয়ে আছেন যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে।
অবশ্য টি-টোয়েন্টির গতিময় ক্রিকেটের একটা প্রভাব বাকি দুই ফরম্যাটে মিরাজের বোলিংয়ে পড়ে বলে মতামত, লিপুর। এই অলরাউন্ডারকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সাদা বলে কিংবা লাল বলের খেলা যদি বলি, দুটোর আবেদন ইম্প্যাক্ট আলাদা। মানুষ খেলেও আলদা ইন্টেন্সিটি নিয়ে। স্পেশালি মেহেদী মিরাজ টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ। শুধু আমাদের না, বিশ্ব ক্রিকেটও তাকে চেনে তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। সেটার পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটের আসলে প্রভাব পড়ে। ব্যাটিংয়ে পড়ে, বোলিংয়ে আরো বেশি পড়ে। মিরাজ নিজেও জানেন এর প্রভাব কতটুকু।’
জানা গেছে, দল নির্বাচনের সময় মিরাজের সাথে আলাদা করে কথা বলেছেন লিপু। বিভিন্ন সূত্রের খবর, মিরাজ নিজেই বলেছেন, বাকি দুই ফরম্যাটেই আপাতত মনোযোগ দিতে চান তিনি। সংবাদ সম্মেলনে লিপুর কথাতেও থাকল সেই সুর, ‘এটা নিয়ে আমরা খোলামেলা কথা বলি এখন। দলের ক্রাইসিস হলে অবশ্যই তাকে খেলতে হবে। প্রথম একাদশ নির্বাচন করতে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই, আমরা অবশ্যই তাকে ফেরাব।’