আসন্ন পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে বড়সড় পরিবর্তন এসেছে—পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিন ম্যাচে নামিয়ে এনেছে দুই বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, পুরো সিরিজই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পিসিবির কর্মকর্তা শাফকাত সাব্বির জানিয়েছেন, “হ্যাঁ, সিরিজটি এখন তিনটি টি-টোয়েন্টিতে সীমিত করা হয়েছে এবং সব ম্যাচই হবে লাহোরে।” সূচি ও অন্যান্য আয়োজন সম্পর্কিত বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
এই সিদ্ধান্ত এসেছে পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার ফলস্বরূপ। এর আগে সংযুক্ত আরব আমিরাতে চলমান সিরিজে ম্যাচ সংখ্যা বাড়ানোর পাশাপাশি পাকিস্তান সফরের সূচি সহজ করতে চাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন ফরম্যাটে তিনটি ম্যাচ এক ভেন্যুতেই হওয়ায় ভ্রমণ ও ক্লান্তির ঝামেলা কমবে, পাশাপাশি খেলোয়াড়দের বিশ্রাম ও প্রস্তুতির জন্যও বেশি সময় মিলবে। বিশ্বকাপের আগমুহূর্তে এমন ভারসাম্যপূর্ণ পরিকল্পনা দুই দলেরই জন্য আশীর্বাদ হতে পারে।
যদিও পাঁচ ম্যাচের প্রতীক্ষায় থাকা ভক্তরা খানিকটা হতাশ হতে পারেন, তবে ম্যাচসংখ্যা কমলেও উত্তেজনা কিন্তু একটুও কমবে না—বিশেষ করে দুই দলের সাম্প্রতিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস মাথায় রাখলে। গাদ্দাফি স্টেডিয়ামে এই তিন ম্যাচে জমে উঠবে প্রস্তুতির মহড়া, যেখানে দুই দলই নিজেদের ঝালিয়ে নিতে চাইবে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।
সিরিজের চূড়ান্ত সূচি, স্কোয়াড ও সম্প্রচার সংক্রান্ত তথ্য খুব শিগগিরই প্রকাশ করবে পিসিবি ও বিসিবি।