লক্ষ্মীপুরের সদর উপজেলায় ‘আনন্দ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। নিহতদের মধ্যে আব্দুল আহাদ, আব্দুল মাজেদ এবং হুমায়ুন রশিদের নাম জানা গেছে। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি খাল থেকে উদ্ধার করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানিয়েছেন, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরে আসার পথে ‘আনন্দ পরিবহনের’ বাসটি কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়। পরে, আরও ৩ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়।
তিনি বলেন, ‘আমরা পুলিশ-ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সবাইকে উদ্ধার করেছি।’
এই ঘটনায় চালক ও হেলপারের খোঁজ এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তিনজন এবং জীবিত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।