র‌্যাব পুনর্গঠন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাইমস রিপোর্ট
1 Min Read
ফাইল ফটো, র‍্যাবের ফেসবুক পেজ

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাব পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, উপদেষ্টা বলেন, ‘র‍্যাব পুনর্গঠন গঠন করা হবে। র‍্যাব পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও জানান, মাঠপর্যায়ে কর্তব্যরত পুলিশের হাতে কোনো মারণাস্ত্র না রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। তবে তাদের ‘’অবৈধ দাবি’’ বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘গরুর হাটে চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে ১০০ আনসার সদস্য রাখতে হবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেন চাঁদাবাজি না হয়।’

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে র‍্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছিল। পরে সরকার এই এলিট বাহিনীকে ‘নতুন করে গঠনের’ সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে গত ১২ ফেব্রুয়ারি ওই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *