র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

টাইমস রিপোর্ট
1 Min Read
সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা। ছবি: সংগৃহীত

পলাশ সাহা নামে এক র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে নিজ অফিস কক্ষ থেকে। আলামত বিবেচনায় এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রামের র‍্যাব-৭ এর বহদ্দারহাট ক্যাম্প থেকে তার মরদেহ উদ্ধার হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা র‍্যাব-৭ ব্যাটালিয়নের অধীনে বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত ছিলেন।

পলাশের টেবিলে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়। ছবি: সংগৃহীত

সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পলাশ সাহা নিজ অফিস কক্ষে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এজন্য তিনি নিজের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আগ্নেয়াস্ত্রসহ অফিসে ঢোকার পরই এ ঘটনা ঘটে।

র‍্যাব-৭ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মোজাফফর হোসাইন বলেন, ‘পলাশ কক্ষে প্রবেশের কিছুক্ষণ পরে র‍্যাব সদস্যরা গুলির শব্দ শুনতে পান। ভেতরে ঢুকে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তার সার্ভিস পিস্তলটি তখন মেঝেতে পাওয়া যায়।’
পলাশের টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায় বলে জানান মোজাফফর।

গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে উদ্ধার করে সহকর্মীরা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *