রোববার থেকে বাড়ছে স্বর্ণের দাম: বাজুস

টাইমস রিপোর্ট
2 Min Read

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় তারা নতুন দাম নির্ধারণ করেছে।

শনিবার অনুষ্ঠিত এক সভায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এই সিদ্ধান্ত নেয়, এবং রোববার থেকে দেশের বাজারে নতুন দাম কার্যকর হবে।

২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৪ হাজার ৯৪৫ টাকা, যা ২৬ আগস্টের ১৪ হাজার ৮০২ টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২১ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৪ হাজার ২৬৬ টাকা হবে, যা পূর্ববর্তী দাম ১৪ হাজার ১২৯ টাকার থেকে বেড়েছে। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণের দাম ১২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ১২ হাজার ১১১ টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে। সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের দাম প্রতি গ্রাম ১০ হাজার ১১৯ টাকা হবে, যা আগের দাম ১০ হাজার ১৮ টাকার তুলনায় বেড়েছে।

স্বর্ণের এসব দাম ২২ ক্যারেটের ক্ষেত্রে ২২ ভাগ সোনা এবং ২ ভাগ অন্যান্য ধাতু মিশ্রিত হওয়ায় এটি ৯১.৬৭ শতাংশ বিশুদ্ধ সোনা হিসেবে পরিচিত। এই ধরনের সোনা গহনার জন্য জনপ্রিয়, কারণ এটি বিশুদ্ধতা এবং টেকসইতার মধ্যে ভাল ভারসাম্য সৃষ্টি করে।

এদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রূপার দাম প্রতি গ্রাম ২৪১ টাকা, ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রূপার দাম প্রতি গ্রাম ২৩০ টাকা, এবং ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রূপার দাম প্রতি গ্রাম ১৯৭ টাকা। সনাতন পদ্ধতিতে তৈরি রূপার দাম প্রতি গ্রাম ১৪৮ টাকা অপরিবর্তিত রয়েছে।

বাজুস জানায়, এই নতুন দাম রোববার থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটি বহাল থাকবে।

স্বর্ণ ও রূপার দাম সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি ব্যতিরেকেও নির্ধারিত হবে। গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরিতে তারতম্য হতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *