ইসির রোডম্যাপে নির্বাচন পদ্ধতি পরিষ্কার নয়: জামায়াত

টাইমস রিপোর্ট
2 Min Read
জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: টাইমস
Highlights
  • ‘আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার কথা বলেছি। আমরা কখনো আওয়ামী জাহেলিয়াতে ফিরে যেতে চাই না। যারা এই ফেয়ার পিআর সিস্টেমের বিরোধিতা করছে, তারা সেই কেন্দ্র দখল, ভোট জালিয়াতির পরিকল্পনা করছে।’

নির্বাচন কমিশনকে (ইসি) পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘ইসির ঘোষিত রোডম্যাপে নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা পরিষ্কার নয়। বিষয়টি আগে পরিষ্কার করতে হবে। কারণ, আমরা বিদ্যমান ব্যবস্থায় ভোট চাইছি না।’

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচনে সংশয় রয়েছে। এবার সুষ্ঠু নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতা যাওয়ার পর বলেছিলেন, তারা সংস্কার করবেন। দেশের মানুষও সংস্কার চায়। কিন্তু এই সংস্কার প্রক্রিয়ায় একটি দল নোট অফ ডিসেন্ট। তার মানে কি আপনারা সংস্কার চান না? আমাদের মনে হচ্ছে প্রধান উপদেষ্টার ওপর যেন কারো নির্দেশ এসেছে। তিনি পরিষ্কার করুক, আমরা তাদের মোকাবেলা করব।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার কথা বলেছি। আমরা কখনো আওয়ামী জাহেলিয়াতে ফিরে যেতে চাই না। যারা এই ফেয়ার পিআর সিস্টেমের বিরোধিতা করছে, তারা সেই কেন্দ্র দখল, ভোট জালিয়াতির পরিকল্পনা করছে।’

তিনি আরও বলেন, ‘যারা পিআর চাচ্ছেন, আসেন, আলোচনা হোক। দেশের জন্য যেটা কল্যাণকর হবে, সেটাই গ্রহণ করা হবে। কিন্তু মতের সংঘর্ষ ভালো কিছু বয়ে আনে না।’

নির্বাচনের মাস নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সংস্কার শেষ না করেই নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমরা আপনার ঘোষিত তারিখেই নির্বাচন চাই। কিন্তু তার আগে নির্বাচনের যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেসবের সমাধান করার আহ্বানও জানান তিনি।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *